গর্ভনর, গর্ভনর জেনারেল ও ভাইসরয়:
বাংলার গর্ভনরগণ:
রবার্ট ক্লাইভ: (1757-60 এবং 1765-67 সাল)
- Civil code প্রবর্তন করেন।
- দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক (1765)। সে সময় নবাব ছিলেন নজমউদদৌল্লা।
- অস্থায়ী ভ্যান্সিটার্ট (1760-1765)- মীরকাশিমকে বাংলার নবাব নিযুক্ত করেন।
- বক্সারের যুদ্ধ (1764) এই সময় হয়।
কার্টিয়ার: (1769-72)
- ছিয়াত্তরের মন্বন্তর (1770) তার আমলে ঘটে (আনন্দমঠ উপন্যাস এই দুর্ভিক্ষের বর্ণনা আছে)।
বাংলার শেষ গর্ভনর ও প্রথম গর্ভনর জেনারেল:
ওয়ারেন হেস্টিংস (1772-85):
- রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 অনুসারে ‘গর্ভনর অফ বেঙ্গল’ থেকে নাম বদলে করা হয় (ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ) ‘গর্ভনর জেনারেল অব বেঙ্গল’।
- ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম ভূমি-রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। এই উদ্দেশ্যে রাজস্ব বোর্ড গঠন করেন এবং কালেক্টর-রে রাজস্ব আদায়ের দায়িত্ব পান।
- তিনি দ্বৈত শাসনব্যবস্থা তুলে দেন (1772 সালে)। দস্তক প্রথা বাতিল করেন (1773)।
- কারণ: দ্বৈত শাসনব্যবস্থার কুফলে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় 1770 সালে। বাংলায় 1176 সাল। যা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
- 1772 সালে নবাবের হাত থেকে প্রকৃত শাসনভার ওয়ারেন হেস্টিংস তুলে নেন।
- বিচারকদের মাইনের ব্যবস্থা করেন। সুসংহত বিচারব্যবস্থা। 1772 সালে দেওয়ানী ও ফৌজদারী আদালত প্রতিষ্ঠা করেন।
- ওয়ারেন হেস্টিংস-এর সময় সুপ্রিম কোর্ট (Imperial Court) চালু হয়-1774, প্রথম প্রধান বিচারপতি-ইলিজা ইম্পে।
- পুলিশী ব্যবস্থা জোরদার করেন-ওয়ারেন হেস্টিংস (প্রথম প্রচলন করেন)।
- কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন-1781 সালে।
- 1776 সালে Manu’s Law was translated into actor law.
- Pitt’s India Act, 1784-তাঁর আমলেই পাশ হয়। (1784 সাল)
- স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- চার্লস উইলকিনস গীতার ইংরেজী অনুবাদ করেন। এই ইংরেজী গীতার সূচনা লেখেন স্যার উইলিয়াম জোন্স।
- পাঁচশালা বন্দোবস্ত (1772 সাল)-ওয়ারেন হেস্টিংস। একশালা বন্দোবস্ত (1777 সাল) ও হেস্টিংসের।
লর্ড কর্নওয়ালিশ (1786-1793 খ্রীষ্টাব্দ):
- দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1790 খ্রীস্টাব্দে।
- চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারী ব্যবস্থা প্রবর্তন করেন 1793 খ্রীষ্টাব্দে।
- সূর্যাস্ত আইন (Sunset Law) প্রচলন করেন।
- পুলিশী ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন 1791 খ্রীষ্টাব্দে।
- ভারতীয় ইতিহাসে তিনি সংস্কারক রূপে বিশেষ পরিচিত।
- ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করেন। তাঁকে Father of Civil service বলা হয়।
- কর্নওয়ালিস 4টি প্রাদেশিক ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠা করেন।
- টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষর করেন 1792 সাল।
- শাসন ও বিচার বিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিশ-এর সংকলন কর্নওয়ালিস কোড নামে পরিচিত।
- 1792 সালে জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
স্যার জন শোর (1793-98):
- 1795 খ্রীষ্টাব্দে মারাঠা ও নিজামের মধ্যে খর্দা-যুদ্ধ (Battle Kharda) হয়। নিজাম পরাজিত হন।
লর্ড ওয়েলেসলি (1798-1805 সাল):
- অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance) চালু করেন। (1798 সাল)।
- নিজেকে ‘Bengal Tiger’ বলে অভিহিত করতেন। তিনি Madras Presidency তৈরী করেন।
- ভারতের রাজন্যবর্গের মধ্যে হায়দ্রাবাদের নিজামই সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন (1798 সাল)। এরপর সুরাট (1799), তাঞ্জোর (1800), কর্ণাটক (1809)।
- অযোধ্যা (1801) রাজ্যকে ওয়েলেসলি কোম্পানীর শাসনাধীনে আনেন।
- ফোর্ট উইলিয়াম কলেজ (1800 সাল) তাঁর আমলেই তৈরী হয়।
- লর্ড কর্নওয়ালিস (1805 সাল) দ্বিতীয়বার ভারতে আসেন।
- কলকাতা রাজভবন (1803 সাল) নির্মিত হয়।
জর্জ বার্লো (1805-1807 সাল):
লর্ড মিন্টো (1807-1813 সাল):
- রণজিৎ সিংহের সাথে অমৃতসরের সন্ধি (1809) ও Charter Act of. 1813 চালু হয়।
লর্ড হেস্টিংস (1813-1823):
- পিণ্ডারী দস্যুদের দমন করেন (1817)।
- স্যার টমাস মনরোর উদ্যোগে দক্ষিণ ভারতে ভূমি রাজস্ব সংক্রান্ত রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়। (1820 সাল)
- উত্তর ভারতে প্রবর্তিত হয় ‘মহলওয়ারি ব্যবস্থা’-1822 সালে। জমিদার প্রথার অনুসারে।
- পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তিত ছিল।
- ভারতে Paramountry বা সর্বপ্রধানত্ব নীতি চালু হয়।
লর্ড আমহার্স্ট (1823-28):
- 1824 সালে লর্ড আমহার্স্ট ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
- ব্রহ্মরাজ ‘ইয়ান্দাবুর সন্ধি’ (1826) স্বাক্ষর করেন ইংরেজদের সাথে।
- 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতে।
ভারতের গভর্নর জেনারেল:
উইলিয়াম বেন্টিঙ্ক (1828-35 খ্রীষ্টাব্দ):
- মেকলের সুপারিশ (1835) অনুযায়ী ইংরেজী শিক্ষাকে সরকারী নীতি হিসাবে ঘোষণা করা হয়।
- তাঁর আগে ফার্সী ছিল সরকারী ভাষা।
- সতীদাহ প্রথা (1829), শিশু ভ্রুণ হত্যা বন্ধ করেন। তিনি নরবলিও বন্ধ করেন।
- কর্নেল স্লীম্যান-এর সহযোগিতায় বেন্টিক ঠগী দমন করেন (1830 সাল)।
- 1831-annexation (সংযুক্তি) of Mysore.
- 1831 সালে তিতুমীর ও কোল বিদ্রোহ।
- বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক।
- 1835 সালে কলকাতা মেডিক্যাল কলেজ, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ, বোম্বাই-এ এলফিন স্টোন ইনস্টিটিউশন, কলকাতার পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়।
- 1833 সালের চার্টার অ্যাক্ট পাশ হয় এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল হিসাবে লর্ড বেন্টিককে নিযুক্ত করা হয়।
- বেন্টিঙ্ক, মেকলের নেতৃত্বে আইন কমিশনের হাতে ভারতীয় আইনবিধি সংকলনের দায়িত্ব দেন।
স্যার চার্লস মেটকাফ (1835-1836):
- স্থানীয় সংবাদপত্রের উপর সকল প্রকার বিধিনিষেদ তুলে দেন (Abolished restrictions on press).
- চার্লস মেটকাফকে Liberator of Press বলা হয়।
- 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হওয়ার সময় তৎকালীন গভর্নর লর্ড মিন্টোর প্রতিনিধি ছিলেন।
লর্ড অকল্যান্ড (1835-1842):
- অকল্যান্ডের আমলে ইংরেজরা আফগানিস্তান আক্রমণ করে। (1839)
- ত্রিশক্তি মিত্রতা চুক্তি (1838 সাল)-অকল্যান্ড রণজিৎ সিং শাহ সুজা।
লর্ড এলেনবরো (1842-1844):
- এলেনবরোর আমলে সিন্ধুপ্রদেশ ইংরেজ অধীনে আসে। (1843 সাল)
স্যার হেনরি হার্ডিঞ্জ (1844-1848):
- প্রথম ইঙ্গ শিখ-যুদ্ধ শুরু হয় (1845-46)
- সরকারী চাকরীতে ইংরেজী ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন (1844 খ্রীষ্টাব্দে)।
লর্ড ডালহৌসী (1848-1856):
- Doctrine of lapse বা স্বত্ত্ববিলোপ নীতি-প্রবর্তন করেন (1848)। স্বত্ত্ববিলোপ নীতি অনুসারে (সাতারা প্রথম ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়)।
- ডাক ব্যবস্থার প্রবর্তন করেন। Post office Act 1854, Postage stamps were issued for the first time.
- গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে স্থাপন করেন।
- তিনি রেলপথ নির্মাণের পথিকৃত বা ভারতীয় রেলপথের জনক।
- 1853 সালে 16ই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।
- Public Works Department-চালু করেন।
- 1854 সালে উডের ডেসপ্যাচ পাশ হয়-শিক্ষা বিষয়ক।
- 1853 সালে আগ্রা থেকে কলকাতা পর্যন্ত টেলিগ্রাফ চালু হয়। টেলিগ্রাফ লাইনের জনক।
- দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ (1848-49) মাধ্যমে পাঞ্জাব (1849); দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের মাধ্যমে নিম্ন ব্রহ্মদেশ (1852) ইংরেজ সাম্রাজ্যভুক্ত করেন।
- কুশাসনের অজুহাতে 1856 সালে অযোধ্যা দখল করেন।
- 1853 সালে সিভিল সার্ভিস-এর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেন।
- ইনাম কমিশন গঠন করেন-ডালহৌসী।
- ডালহৌসীকে আধুনিক পাঞ্জাবের জনক ও আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়।
ভারতের শেষ গভর্নর জেনারেল (1856-58) এবং প্রথম ভাইসরয় (1858-1862):
লর্ড ক্যানিং (1856-58) এবং (1858-1862):
- সিপাহী বিদ্রোহ (1857) লর্ড ক্যানিং-এর আমলে ঘটে।
- স্বত্ত বিলোপ নীতি প্রত্যাহার করা হয় 1859 সালে।
- বিধবা বিবাহ আইন কার্যকর হয় (1856 খ্রীঃ)।
- 1857 সালের 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ওই বছরই বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- বর্তমানে 24 জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালিত হয়।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-উইলিয়াম কাভলি।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য-গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
- মহারাণীর ঘোষণাপত্র-1858 সালের । নভেম্বর এলাহাবাদ দরবারে প্রকাশ করা হয়। An Act for the Better Government of India 1858 & Indian Council Act, 1861 পাশ হয়।
- নীলবিদ্রোহ (1859-60) এই সময় ঘটেছিল।
- দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়।
- Enactment of Indian Penal Code, 1862.
লর্ড এলগিন (1862-63):
- ওয়াহাবী আন্দোলন দমন করেন।
- কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে।
লর্ড লরেন্স (1864-69):
- ইউরোপের সাথে টেলিগ্রাফিক যোগাযোগ শুরু হয় (1865)।
- ভারতীয় বনবিভাগ দফতরটি স্থাপন করেন।
- বিচক্ষণ নিরপেক্ষ বা উদাসীন নীতিটি (Masterly Inactive)-লর্ড লরেন্সের।
- 1868 সালে পাঞ্জাব ও অযোধ্যায় Tenancy Act জারি হয়।
- Famine Commission স্থাপন করেন।
লর্ড মেয়ো (1869-72):
- লর্ড মেয়োর অপর নাম Lord Nass.
- কাথিয়াবাড়ে তিনি রাজকোট কলেজ এবং আজমীরে মেয়ো কলেজ স্থাপন করেন।
- লর্ড মেয়োর আমলেই লোক গণনা শুরু হয় (1872)।
- লর্ড মেয়োর আমলেই সরকারি অর্থে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়।
- Organized the Statistical Survey of India (1872).
- লর্ড মেয়োই হলেন একমাত্র ভাইসরয় যিনি আন্দামানে এক পাঠান বিপ্লবী
- শের আলির হাতে মারা যান (1872)।
- Started the process of financial decentralization in India.
- লর্ড মেয়োর আমলে পাঞ্জাবে কুকা বিদ্রোহ শুরু হয়।
লর্ড নর্থ ব্রুক (1872-76):
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (1876) পাশ হয়।
- Prince of Wales 1875 সালে ভারতে আসেন।
লর্ড লিটন (1876-80):
- Viceroy of reverse character নামে পরিচিত।
- 1876 সালে Royal Title Act পাশ হয়।
- 1877 সালের 1 জানুয়ারি থেকে ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী (Empress of India/Kaiser-i-Hind) হলেন।
- 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন (Vernacular Press Act, 1878) পাশ হয়। এই আইনকে Gagging Act বলা হয়।
- সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 বছর থেকে 19 বছর করা হয় (1876)। Civil Service প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু হয় লর্ড বেন্টিং-এর সময়। Civil Service-এর জনক লর্ড কর্নওয়ালিশ। Civil Service প্রতিযোগিতায় ভারতীয়রা অংশ নেয় লর্ড ডালহৌসির সময়ে। UPSC গঠিত হয়-লর্ড ডাফরিনের সময়।
- Appointment of first famine commission under Sir Richard Strachy (1880).
- দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়-1879 সালে।
- গন্দমাকের সন্ধি-1879 সালে।
লর্ড রিপন (1880-84):
- কারখানা আইন-1881 পাশ হয় এবং যেটি ছিল শিশু শ্রমিক সম্পর্কিত আইন।
- দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) বাতিল করা হয় 1882 সালে।
- স্থানীয় স্বায়ত্তশাসন Local Self Government, 1882.
- প্রথম নিয়মমাফিকভাবে লোক গণনা শুরু হয় 1881 সালে। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর ভারতে লোকগণনা করা হয়।
- Hunter Commission (Sir Willium Hunter) 1882-শিক্ষা সংক্রান্ত।
- ইলবার্ট বিল পাশ হয় 1883 সালে। ইলবার্ট বিল বিরোধী আন্দোলন 1883-84 সাল।
- শ্বেতাঙ্গদের এই আন্দোলনকে White Mutiny বলে।
লর্ড ডাফরিন (1884-88):
- ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয় 1885 সালে। প্রতিষ্ঠাতা: হিউম। প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি।
- বঙ্গ প্রাদেশিক স্বত্ব আইন পাশ হয় 1885 সালে।
- জাতীয় কংগ্রেসকে আনুবিক্ষণিক শক্তি বলেছিলেন লর্ড ডাফরিন।
লর্ড ল্যান্সডাউন (1888-94):
- দ্বিতীয় কারখানা আইন 1891 সালে প্রবর্তিত হয়।
- Indian Council Act, 1892 পাশ হয়।
- ডুরান্ড কমিশন-ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন (1892) নির্ধারণ করেন।
- 1893 সালে তিলকের গণপতি উৎসব পালিত হয়।
- সিভিল সার্ভিস-Imperial (Central), Provincial and Subordinate Services এই তিনটি ভাগে বিভক্ত হয়।
লর্ড এলগিন II (1894-99):
- Anglo Russian convention was signed (1895).
- Diamond Jubilee of Queen Victoria was celebrated (1897).
- A Famine Commission (Lyall Commission) was appointed in 1897.
- A plague broke out in Bombay (1896) and the plague Commissioner Rand was assassinated in Pune by the Chapekar brothers (1897).
- 1895 সালে তিলকের শিবাজী উৎসব।
- 1897 সালে স্বামীজী রামকৃষ্ণ মঠ স্থাপন করেন।
লর্ড কার্জন (1899-1905):
- র্যালে কমিশন/University Commission-1902 (স্যার টমাস র্যালের নেতৃত্বে)। ভারতীয় সদস্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় (প্রথম ভারতীয় উপাচার্য কলিকাতা বিশ্ববিদ্যালয়) এবং সৈয়দ হোসেন বিলগ্রামী।
- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ (North West Frontier Province) সৃষ্টি করেন।
- 1904 সালে University Act পাশ হয়।
- Ancient Monument Protection Act-1904.
- Appointment of Moncrieth Commission on Irrigation-1902.
- Indian Coinage & Paper Currency Act-1899.
- বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা 1905 সালের 19 জুলাই (সিমলাতে)।
- বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 সালের 16 অক্টোবর।
- কার্লাইল সার্কুলার 1905 সালের 10 অক্টোবর।
- Archeological Survey of India স্থাপন করেন।
- Imperial Library (কলকাতা) -1904 সালে, যা 1953 সালে National Library নামে পরিচিত হয়।
- অ্যান্ড্রু ফ্রেজার পুলিশ কমিশন (1902) প্রতিষ্ঠা করেন।
- প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন (বিহারের পুসাতে) 1904 সালে।
- অনুশীলন সমিতি (1902) প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু।
- ভিক্টোরিয়ার নামানুসারে কলকাতার বিখ্যাত স্মৃতিসৌধটি পরিকল্পনা করেন।
- তিনি কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস (Peaceful Demise) চেয়েছিলেন।
- কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে নিলেন 1899 সালে।
- শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়কে সরকারি আওতায় আনলেন (University Act 1904) দ্বারা।
- ‘Problems of the East’-লর্ড কার্জনের লেখা বই।
- লর্ড কার্জনের বায়োগ্রাফি The Life of Lord Curzon’ লেখক-Ronaldshay.
- 1904 সালে অ্যানি বেসান্ত বেনারস হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
- অভিনব ভারত (1904) ও মিত্রমেলা (1899)-বীর সাভারকার প্রতিষ্ঠা করেন।
- ডন সোসাইটি (1902)-সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।
লর্ড মিন্টো II (1905-10):
- S. P. Sinha হলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল পরিষদের সদস্য নির্বাচিত হন।
- মর্লে মিন্টো সংস্কারে (1909) [Act of 1909]- Separate Electorate for Muslims-দের কথা বলা হয়।
- লালা লাজপৎ রায় ও অজিত সিংহকে 1907 সালে মান্দালয়ে নির্বাসিত করা হয়।
- বাল গঙ্গাধর তিলককে 1908 সালে 6 বছরের জন্য মান্দালয়ে নির্বাসিত করা হয়।
- 1907 সালে সুরাট অধিবেশন। (সভাপতি-রাসবিহারী ঘোষ) কংগ্রেস নরম ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়।
- 1906 সালে জাতীয় শিক্ষা পরিচয় স্থাপিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায়।
- শ্রীঅরবিন্দ জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হন (1906)।
- বঙ্গভঙ্গ আন্দোলনের সময় National Medical College স্থাপিত হয়।
- আলিপুর মামলায় (1908) শ্রীঅরবিন্দ অভিযুক্ত হন এবং তাঁর হয়ে আইনি লড়াই লড়েন চিত্তরঞ্জন দাশ।
- 1906 সালে ঢাকায় সলিমুল্লাহ ও আগা খাঁর নেতৃত্বে মুসলিম লিগ স্থাপিত হয়।
- ক্ষুদিরামের ফাঁসি হয় 11 আগস্ট 1908.
- লন্ডনে মদনলাল ধিংড়া (1909) কার্জন ওয়াইলিকে হত্যা করেন।
- নাসিক ষড়যন্ত্র মামলায় জ্যাকসনের হত্যাকারী অনন্ত লক্ষণ কানেহেরীর ফাঁসি হয়।
- 1907 সালে জামসেদজি টাটা TISCO স্থাপন করেন।
- যুগান্তর পত্রিকা-1906, সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত।
- সন্ধ্যাপত্রিকা-ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
- বন্দেমাতরম্ পত্রিকা (1906)-প্রতিষ্ঠাতা: সুবোধচন্দ্র মল্লিক, সম্পাদক: অরবিন্দ ঘোষ।
লর্ড হার্ডিঞ্জ: (1910-16):
- দিল্লি দরবারে পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন (1911, 11 ডিসেম্বর)।
- কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয় (1911 সাল, ডিসেম্বর)।
- 23 ডিসেম্বর 1912 সাল রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করেন।
- 1914 সালে ‘ম্যাকমোহন লাইন’ দ্বারা ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারন করা হয়।
- কামা-গাতা-মারু সংঘর্ষ বা বজবজের যুদ্ধ-1914 সাল।
- গান্ধীজী 1915 সালের 9 জানুয়ারি আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন (অনাবাসী ভারতীয় দিবস হিসাবে বর্তমানে পালিত হয়)।
- রাসবিহারীর নেতৃত্বে 1915 সালের 21 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিন ঠিক হয়। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা (1915), রাসবিহারী P. N. Thakur ছদ্মনামে দেশ ছাড়েন। লাহোর ষড়যন্ত্র মামলায় (1915) বিষ্ণু গণেশ পিংলে ও কার্তার সিং-এর ফাঁসী হয়।
- 1915 সালে মদন মোহন মালব্য বিশ্ব হিন্দু পরিষদ স্থাপন করেন।
- প্রথম বিশ্বযুদ্ধ লর্ড হার্ডিঞ্জের আমলে শুরু হয়।
- 1915 সালে বুড়িবালামের যুদ্ধ (বাঘাযতীন বনাম চার্লস টেগার্ট সাহেব)।
- 1916 সালে অ্যানিবেসান্ত মাদ্রাজে হোমরুল লিগ স্থাপন করেন। 1916 সালে তিলক পুণায় ভারতীয় হোম রুল লিগ স্থাপন করেন। 1916 সালে উভয়ে মিলে নিখিল ভারত হোমরুল লিগ স্থাপন করেন।
লর্ড চেমসফোর্ড (1916-21):
- 1916 সালে পুণায় (বোম্বাইয়ে) প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা-ধন্দ কেশব কার্ডে।
- August Declaration 1917 “Increasing association of Indians
- every branch of administration, and the Gradual development of self governing Institutions with a view to the progressive realization of responsible governments in India as an Integral part of the British Empire.”
- 1919 সালের ভারত শাসন আইন (মন্টেগু চেমসফোর্ড সংস্কার) দ্বিকক্ষ বিশিষ্ট শাসনব্যবস্থা।
- রাওলাট আইন-1919
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (13 এপ্রিল, 1919) পুলিশ অফিসার-মাইকেল ও ডায়ার-এর নির্দেশে।
- ভারতীয়রা মতিলাল নেহেরুর নেতৃত্বে Nehru Commission গঠন করেন।
- S. P. Sinha ভাইসরয় পরিষদের সদস্য হন (লর্ড সিনহা নামে পরিচিত হন।
- স্যাডলার কমিশনের (1917) ভারতীয় সদস্য-আশুতোষ মুখোপাধ্যায়।
- All India Khilafat Conference গান্ধীজী। খিলাফৎ আন্দোলন-1920 সাল। 1919 দিল্লিতে, সভাপতি:
- অসহযোগ আন্দোলন (Non-Co-operation Movement)-19201
- তৃতীয় আফগান যুদ্ধ শুরু হয়।
- 1918 সালে নরমপন্থী কংগ্রেসীরা লিবারেল ফেডারেশন স্থাপন করেন।
- 1919 সালের 6 এপ্রিল সারা দেশব্যাপী প্রথম হরতাল স্থাপিত হয়। এটি গান্ধীজীর প্রথম সর্বভারতীয় আন্দোলন (রাওলাট সত্যাগ্রহ)।
- গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ-বিহার চম্পারণ সত্যাগ্রহ 1917 (নীল চাষিদের অনুকূলে)।
- আমেদাবাদ মিল ধর্মঘট-1918 সালে। গান্ধীজী প্রথম অনশন করেন। খেদা সত্যাগ্রহ গুজরাট-1918 (তুলাচাষি)।
- 1916 সালে গান্ধীজী সত্যাগ্রহ আশ্রম স্থাপন করেন (AITUC-এর অধিবেশন বসে বোম্বাইয়ে, সভাপতি লালা লাজপৎ রায়)।
- 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি-অ্যানি বেসান্ত।
- 1916 লক্ষ্ণৌ চুক্তি-হিন্দু ও মুসলিম লিগ এবং নরমপন্থী ও চরমপন্থীদের মিলন; সভাপতি: অম্বিকাচরন মজুমদার।
লর্ড রিডিং (1921-26):
- বিশ্বভারতী স্থাপন করলেন- রবীন্দ্রনাথ ঠাকুর (1921)।
- 1921 সালে মোপলা বিদ্রোহ (কেরালার মালাবার অঞ্চলে)- প্রথম জাতিগত বিদ্রোহ।
- অকালি আন্দোলন 1920 (নেতা-তারা সিং)
- 1923 সালে সিঙ্গারা তেলুর নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়। यथ
- 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক স্থাপিত হয় (নাগপুরে) প্রতিষ্ঠাতা: K. В. Hedgewar.
- কাঁকরি ষড়যন্ত্র মামলা (1925)।
- সারাবন্দী আন্দোলন (1922) নেতা বল্লভ ভাই প্যাটেল।
- 1924 সালে গোপীনাথ সাহা চার্লস টেগার্টকে হত্যার চেষ্টা করেন ও তাঁর ফাঁসী হয়।
- 1923 সালে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু স্বরাজ্য দল স্থাপন করেন (1923, 1 জানুয়ারি) water
- চিত্তরঞ্জন দাশ-প্রতিষ্ঠাতা সভাপতি এবং মতিলাল নেহেরু-সম্পাদক।
- স্বরাজ্য দলের প্রথম অধিবেশন মতিলাল নেহেরুর বাড়ি এলাহাবাদে বসে।
- চৌরিচৌরর হিংসাত্মক ঘটনা-1922, 5 ফেব্রুয়ারি।
- অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়-1922 সালের 12 ফেব্রুয়ারি।
- মেদিনীপুরে অসহযোগ আন্দোলনের নেতা-বীরেন্দ্রনাথ শাসমল।
- চা বাগানের নেতা, অসহযোগ আন্দোলনের নেতা-যতীন্দ্র মোহন সেনগুপ্ত।
- 1925 সালে চিত্তরঞ্জন দাশ মারা যান।
- 1924 সালে চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেন Hindusthan Republic Association.
- 1926 সালে ভগৎ সিং নবজীবন সভা স্থাপন করেন।
- 1925 সালে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে কংগ্রেস সভানেত্রী হন (কানপুর)।
লর্ড আরউইন (1926-31):
- সাইমন কমিশন নিযুক্ত হয় (1927), বাটলার কমিশন (1927 সাল)।
- 1926 সালে ট্রেডস ইউনিয়নগুলি আইনসিদ্ধ হয়।
- সাইমন কমিশন ভারতে আসে 3 ফেব্রুয়ারি, 1928 বোম্বাই-এ।
- সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লাহোরে লালা লাজপৎ রায়।
- লাঠিচার্জ করেন I. P. Sandars, শুকদেব, ভগৎ সিং, রাজগুরু 1928 সালে I. P. Sandars কে হত্যা করেন। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা (1929)।
- 1928 সালে নেতাজী ও জওহরলাল স্থাপন করলেন India League (কলকাতা অধিবেশন)।
- মতিলালের নেতৃত্বে ‘নেহেরু কমিটি’ (1928) গঠিত হয়।
- 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলালের সভাপতিত্বে কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি জানায়। VIEN
- 1929 সালের 31 ডিসেম্বর জওহরলাল ইরাবতী নদীর তীরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
- প্রথম স্বাধীনতা দিবস- 1930 সালের 26 জানুয়ারি। বর্তমানে প্রজাতন্ত্র দিবস।
- প্রথম গোলটেবিল লন্ডনে শুরু হয়-নভেম্বর 1930 সালে।
- ডান্ডি অভিযান-12 মার্চ, 1930 (গান্ধীজী 78 জন সঙ্গী নিয়ে)।
- যতীন দাস 64 দিন অনশন করে মারা যায় (1929)
- মীরাট ষড়যন্ত্র মামলায় (1929-33) মুজফ্ফর আহমেদকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
- হুইটলি কমিশন-1929 (শ্রমিক সংক্রান্ত)।
- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (1930, ৪ এপ্রিল) মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে।
- প্রীতিলতা ওয়াদ্দেদার প্রথম মহিলা যিনি শহিদ হন।
- অলিন্দ যুদ্ধ (1930, ৪ই ডিসেম্বর)-রাইটার্স মহাকরণে যুদ্ধ।
- Hindusthan Socialist Republic Association (HSRA) দিল্লিতে ভগৎ সিং প্রতিষ্ঠা করেন।
- 1929 সালে মুসলিম লিগ 14 দফা দাবি জানায়।
- আলি ভ্রাতৃদ্বয় 1929 সালে জামিয়াৎ-ই-উলেমা-ই-হিন্দ প্রতিষ্ঠা করেন (কানপুরে)।
লর্ড উইলিংডন (1931-36):
- দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে হয়। (1931-1932)।
- গান্ধীজীকে 1932 সালে গ্রেপ্তার করা হয়।
- আইন অমান্য আন্দোলন 1934 সালে প্রত্যাহার করা হয়।
- আইন অমান্য আন্দোলনই সর্বপ্রথম মহিলারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে।
- সাম্প্রদায়িক রোয়েদাদ (Communal Award) 16 আগস্ট 1932।
- প্রধানমন্ত্রী: র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণ করেন।
- পুণাচুক্তি (1932, 25 সেপ্টেম্বর), গান্ধীজী ও আম্বেদকরের মধ্যে।
- 1932 সালে বীণা দাশ বাংলার গভর্নর স্ট্যানেলী জাকসনকে গুলি করেন। জ্যাকসন প্রাণে বেঁচে যান।
- পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন চৌধুরি রহমত আলি।
- 1933 সালে রহমত আলি ‘Now or Never’ পুস্তিকা প্রচার করেন।
- 1931 সালে কমিউনিস্ট দল অনুমোদন লাভ করে উড়ান চাঁদ যোশীর উদ্যোগে।
- 1933 সালে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় মুসলিম ঐক্য সম্মেলন।
- কংগ্রেস সমাজতান্ত্রিক দল (1934)-প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্মন। আচার্য নরেন্দ্রদেব,
- 1935 সালের ভারত শাসন আইন পাশ হয়।
- 1936 সালে সর্বভারতীয় কিষান সভা (লক্ষ্ণৌ)-সভাপতি বিহারের সহজানন্দ সরস্বতী।
- 1933-National Trade Union Federation (NTUF) স্থাপিত হয়।
- 1934 সালে কমিউনিষ্ট নিষিদ্ধ করা হয়।
লর্ড লিনলিথগো (1936-44):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় ছিলেন লিনলিথগো (1939)।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন-চার্চিল।
- Government of India Act, 1935 কার্যকরী হয় 1937 সালের 1 এপ্রিল।
- 1937 সালের নির্বাচনে বাংলায় কৃষক প্রজাদল ও পাঞ্জাবে Unionist দল ক্ষমতায় আসে।
- 1939 সালে নভেম্বর মাসে কংগ্রেস মন্ত্রীসভা ত্যাগ করে।
- মুসলিম লিগ 1939 সালের 22 ডিসেম্বর ‘Deliverance Day’ হিসাবে পালন করে।
- 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে নেতাজী সভাপতি নির্বাচিত হন।
- 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সীতারামাইমাকে হারিয়ে নেতাজি ফের সভাপতি নির্বাচিত হন।
- 1939 সালের 29 এপ্রিল পদত্যাগকালে রাজেন্দ্র প্রসাদ দায়িত্বভার গ্রহণ করেন।
- 1939 সালের 3 মে নেতাজী ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন।
- 1940 সালে 20 মার্চ মুসলিম লিগের লাহোর অধিবেশনে পৃথক রাষ্ট্রের দাবি জানান ফজলুল হক (লাহোর প্রস্তাব, 1940)।
- 1939 সালে 11 আগস্ট নেতাজী কংগ্রেসের সংস্রব ত্যাগ করেন।
- ক্রিপস মিশন (স্ট্যাফোর্ড ক্রিপস) ভারতে আসে-1942 সালের 22 মার্চ।
- ক্রিপস প্রস্তাব পেশ হয়-1942 সালের 29 মার্চ।
- ওয়ার্ধা প্রস্তাব বা Leaderless Revolt-ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয়।
- বোম্বের বিশেষ অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়। (1942, 8 আগস্ট)।
- প্রস্তাব তোলেন জওহরলাল নেহেরু, সমর্থন করেন বল্লভভাই প্যাটেল।
- ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃত সূচনা হয় 1942 সালের 9 আগস্ট।
- অরুণা আসফ আলি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের রাণী।
- কংগ্রেসকে 1942 সালে বে-আইনি ঘোষণা করা হয়। প্রথম বে-আইনী ঘোষণা করা হয়েছিল 1932 সালে।
- 1944 সালের 5 মে গান্ধীজীকে মুক্তি দিলে ভারত ছাড়ো আন্দোলন শেষ হয়।
- স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার (1942, 17 ডিসেম্বর)-সতীশ চন্দ্র সামন্ত ১০০০ ও অজয় মুখোপাধ্যায়।
- 1942 সালে রাসবিহারী বসু ব্যাঙ্ককে ভারতীয় জাতীয় সংঘ স্থাপন করেন।
- 1942 সালের 1 সেপ্টেম্বর INA তৈরি হয়।
- 1943 সালের 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার-সিঙ্গাপুর।
লর্ড ওয়াভেল (1944-47):
- ওয়াভেল পরিকল্পনা / সিমলা প্ল্যান (1945)।
- All India Party Conference -1945, 25 জুন।।
- ক্যাবিনেট মিশন ভারতে আসে-1946 সালের 24 মার্চ। নেতা ছিলেন-প্যাথিক লরেন্স।
- Cabinet Mission Plan-1946, 16 May.
- অন্তর্বর্তীকালীন সরকার স্থাপিত হয় 1946 সালের সেপ্টেম্বর মাসে।
- প্রধানমন্ত্রী: জওহরলাল নেহেরু। অর্থমন্ত্রী লিয়াকৎ আলি।
- মুসলিম লিগ সরকারে যোগ দেয়-1946 সালের অক্টোবর মাসে।
- Direct Action Day-1946, 16 August.
- নৌ বিদ্রোহ-1946, 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে শুরু হয় বোম্বাইতে। সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে নৌবিদ্রোহ বন্ধ হয়।
- Constituent Assembly-র প্রথম বৈঠক বসে 9 ডিসেম্বর, 1946। অস্থায়ী সভাপতি-সচ্চিদানন্দ সিনহা। স্থায়ী সভাপতি-ড. রাজেন্দ্র প্রসাদ।
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল:
লর্ড মাউন্টব্যাটেন (1947-1948):
- ভারতে আসেন 1947 সালের 24 মার্চ।
- ভারতের শেষ ভাইসরয়।
- মাউন্টব্যাটেন পরিকল্পনা গৃহীত হয় 1947 সালের 3 জুন।
- ভারতীয় স্বাধীনতা আইন- 1947 সালের 18 জুলাই।
- জাতীয় পতাকা গনপরিষদে গৃহীত হয় 1947 সালের 22 জুলাই।
- জাতীয় পতাকা নকশা করে-পিঙ্গালী বেঙ্কাইয়া।
- ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট।
- স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন-কেমেন্ট এটলী।
- 1948 সালের জুন মাসে মাউন্টব্যাটেন ভারত ত্যাগ করেন।
- On March 27, 1947 Muslim League observed Pakistan Day.
চক্রবর্তী রাজাগোপালাচারী:
- স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।
- প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।
Post Comment