পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন:

পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন:

ভূমি সংস্কার পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৫৬-র পশ্চিমবঙ্গ ভূমি-সংস্কার আইন পাশ ও কার্যকরী হয়। ১৯৪৯-র পশ্চিমবঙ্গ অ-কৃষি জমি প্রজা আইন অনুযায়ী অ-কৃষি জমিতে প্রজাদের ও উপ-প্রজাদের সমস্ত অধিকার ও স্বার্থ, ভূমি-সংস্করণের অঙ্গ হিসাবে রাজ্যকে ন্যস্ত করতে হবে। পশ্চিমবঙ্গ ভূমি-সংস্করণ আইন ১৯৫৫ অনুযায়ী, কোনো ব্যক্তির ২৪.৭ একরের অধিক জমি নিজের কাছে রাখার অনুমতি নেই।

  • The Bengal Tenancy Act, ১৮৮৫: কৃষকদের দীর্ঘমেয়াদি ঠিকা প্রদান, সফল হয়নি।
  • The West Bengal Bargadar Act, ১৯৫০: বর্গাদার বা ভাগ চাষিদের স্বার্থ রক্ষায় এই আইন গৃহীত হয়।
  • পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা বিলোপ সাধনের জন্য ‘পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইন, ১৯৫৩’ (The West Bengal Estates Acquisition Act, ১৯৫৩) পাশ হয়। এই আইনের ফলে ১৯৫৮ সালের ১৫ এপ্রিল, লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের অবসান ঘটে।

‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার’ আইন, ১৯৫৬

১৯৫৬ সালে ‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার‘ আইন পাশ হয়। উদ্দেশ্য ছিল—

  • জমির পুনর্বণ্টন।
  • জমির মালিকানার ঊর্ধ্বসীমা নির্ধারণ। 
  • রায়তদের খাজনা হ্রাস।

অপারেশন বর্গা কি?

পশ্চিমবঙ্গে ‘অপারেশন বর্গা‘ চালু হয় ১৯৭৮ সালে। বর্গাদার বা ভাগ চাষিদের স্বার্থ রক্ষায় এই আইন গৃহীত হয়। এই আইনে বলা হয় বর্গাদার যদি চাষের ব্যয়ভার পুরোটা বহন করে তাহলে ৭৫:২৫ অনুপাতে ফসল ভাগাভাগি হবে। কিন্তু চাষির দারিদ্রই এখানে বাধ সাধল। চাষের বিপুল ব্যয়ভার বহন করা ক্ষুদ্র চাষিদের দুরূহ হয়ে উঠল।

ভারতের ভূমি সংস্কারের পথে বাধা গুলি কি কি?

  • রাজনৈতিক সদিচ্ছার অভাব।
  • প্রশাসনিক দুর্বলতা।
  • দেশের গরিব জোটবদ্ধ হওয়ার ব্যর্থতা।

পশ্চিমবঙ্গে সেচযোগ্য জমির ক্ষেত্রে জোতের ঊর্ধ্বসীমা হল ৩৭ বিঘা (২৫ হেক্টর)।
পশ্চিমবঙ্গে সেচ অযোগ্য জমির ক্ষেত্রে জোতের ঊর্ধ্বসীমা হল ৫৭ বিঘা (২৫ স্ট্যান্ডার্ড হেক্টর)।

পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন সংশোধন:

১৯৫৫-র পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ২০১৪-তে সংশোধন করা হয়। এতে বলা হয় যে,
বৃহৎ আবাসন প্রকল্পের উন্নয়নের অনুমতি আছে। অনুচ্ছেদ ১৪Y অনুসারে শিল্পপতিদের তিন বছরের পরিবর্তে সর্বাধিক পাঁচ বছরের জন্য ২৪ একর অব্যবহৃত বন্টিত জমি রাখার অনুমতি আছে।বিভিন্ন প্রকারের শিল্পদ্যোগ যেমন পরিবহণ বা টার্মিনাল, রসদ কেন্দ্র, আর্থিক ও রসদ কেন্দ্র, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান, তেল ও গ্যাস পণ্য পরিবহন, খনন এবং এর সাথে জড়িত ক্রিয়াকলাপগুলির জন্য চিহ্নিত জমি গুলির সর্বোচ্চ সীমাতে অব্যাহতি করা হয়েছে।

Sukanta Das, the founder of Protijogita.in, holds a Master’s degree (M.A) in Political Science. With a deep passion for education and a strong commitment to student success, he created this platform to support learners preparing for various competitive exams and academic pursuits. Combining his academic background with real-world insights, Sukanta curates high-quality study materials, current affairs updates, and mock tests — making Protijogita.in a trusted resource for students across India. His mission is to make learning simple, accessible, and effective for all.

Post Comment