About Us – Protijogita.in

Protijogita.in হলো একটি সম্পূর্ণ বাংলা শিক্ষামূলক ওয়েবসাইট, যেখানে ছাত্রছাত্রী ও প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতিপ্রার্থীদের জন্য উচ্চমানের নোট, MCQ Mock Test, Study Materials, Syllabus, Exam Updates প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য—

সবার জন্য সহজ শিক্ষা, পরীক্ষায় নিশ্চিত সাফল্য।” 

আমাদের পরিচয় (Who We Are):

আমরা হলাম একটি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, কনটেন্ট রিসার্চার ও পরীক্ষার বিশেষজ্ঞদের টিম, যারা বাংলা ভাষায় সঠিক, নির্ভুল ও পরীক্ষা-ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করে থাকি। 

আমাদের ওয়েবসাইটটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে WBCS, WBPSC, WBSSC Group C & D, WBP, Railway, SSC GD, CTET, TET, পাশাপাশি স্কুল ও কলেজ পরীক্ষায় প্রস্তুতিপ্রার্থীরা সহজেই প্রয়োজনীয় সমস্ত বিষয়বস্তু পেতে পারেন। 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য (Mission & Vision):

Mission – সহজভাবে শিক্ষার প্রসার:

  • সবার জন্য Exam-Oriented Study Materials.
  • সহজ ভাষায় গুরুত্বপূর্ণ নোট।
  • Mock Test & Practice Set দিয়ে Self-Assessment.
  • Free & Accessible Learning Content.

Vision – বাংলা মাধ্যমে শিক্ষাকে আরও শক্তিশালী করা: 

  • গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কাছে মানসম্মত Notes পৌঁছে দেওয়া।
  • প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করা। 
  • নিয়মিত আপডেটেড তথ্য ও প্রমাণভিত্তিক কনটেন্ট প্রদান। 
  • শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

আমরা কী কী প্রদান করি (What We Offer):

প্রতিযোগিতা পরীক্ষার Mock Test.

  • WBSSC Group C & D Mock Test.
  • WBP Constable & SI Mock Test. 
  • SSC GD, Railway, CHSL, CGL.
  • CTET & Primary TET MCQ. 
  • PSC Mock Test.

স্টাডি নোটস ও গুরুত্বপূর্ণ আলোচনা:

  • Indian Constitution Notes (Fundamental Rights, Duties, Articles). 
  • History Notes (Ancient, Medieval, Modern). 
  • Geography, Polity, Economy Notes. 
  • BA Major / Honours Notes (Burdwan University friendly). 
  • Short Notes, Long Notes, Paragraph & Suggestive Questions.

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

  • সর্বশেষ Exam Notification. 
  • Updated Syllabus. 
  • Suggestive Question Pattern. 
  • Previous Year Questions & Practice Papers.

কেন Protijogita.in বিশেষ? (Why Students Trust Us)

  • সহজ, নির্ভুল ও প্রমাণভিত্তিক কনটেন্ট। 
  • বাংলা ভাষায় সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা। 
  • নিয়মিত আপডেটেড MCQ ও নোট। 
  • পরীক্ষাভিত্তিক ব্যাখ্যাসহ স্টাডি ম্যাটেরিয়াল। 
  • ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী কনটেন্ট তৈরি। 
  • সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ। 

যোগাযোগ (Contact Us):

Email: sukanttadas@gmail.com

Website: https://protijogita.in

error: Content is protected !!